বিজেএমসি’র ভাড়াভিত্তিক পাটকল চালুতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি’র) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আজ জেলার পলাশে বাংলাদেশ জুট মিলস্ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ ও নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ইতোমধ্যে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস্ লিমিটেড এবং চট্টগ্রামের কেএফডি জুট মিলস্ লিমিটেড ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা হয়েছে এবং খুলনার ক্রিসেন্ট জুট মিলস্ লিমিটেড ও চট্টগ্রামের হাফিজ জুট মিলস্ লিমিটেডের লিজ কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়াও ১৩টি মিলের জন্য ২য় ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। ইতোমধ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি মূল্যায়ন প্রতিবেদন বিজেএমসিতে দাখিল করেছে। বিজেএমসি মূল্যায়নকৃত প্রতিষ্ঠানসমূহকে আরএফপি (রিকয়েস্ট ফর ফিন্যানসিয়াল প্রপোজাল) প্রদানের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে। এ পর্যায়ে আরো কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ প্রদান করা সম্ভব হলে, নতুন করে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ ক্ষেত্রে অবসানকৃত শ্রমিকগণ অগ্রাধিকার পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান