বিজেএসসি রাবি সংসদের কমিটি ঘোষণা

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৪৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল হোসেনকে সভাপতি ও রাহিনুল ইসলাম রিংকুকে সাধারণ সম্পাদক করা হয়।

আগামী ১ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

সোমবার, ১৯ মার্চ বিজেএসসির কেন্দ্রীয় সভাপতি সানজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রবিন বিশ্বাস, মোমিনুর রহমান, নিঝুম সরকার তিথি, আলী ইউনুস হৃদয়, আতাউর রহমান, সুজন মিয়া, তানজিনা রহমান তাসনীম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কনি, সাদ্দাম হোসেন, শারমিন আক্তার পুষ্প, আরাফাত রহমান, তৌফিক তাজ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাতুল, ফজলে রাব্বি সোহাগ, হীরা আক্তার প্রীতি, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক শ্রাবনী আনোয়ার, মিলন মিয়া, প্রচার সম্পাদক অন্তর রায় প্রণব, অর্থ বিষয়ক সম্পাদক পিয়াল রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিব হোসাইন প্রমুখ।

আরএম/