অনেক দিন ধরেই ইঙ্গিতটা ছিল। নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রশংসাও করেছিলেন। এবার সরকারিভাবে বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল। যোগ দেওয়ার পর বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পরিশ্রমী মানুষের শ্রদ্ধা করেছি। আমায় এই সুযোগ দেওয়ার বিজেপিকে ধন্যবাদ।’
গৌতম গম্ভীর, ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত-সহ একঝাঁক ক্রীড়াবিদ বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার।
বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর হাতে সদস্যপদ তুলে দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বোন চন্দ্রাংশু।
পরে তিনি সাংবাদিকদের বলেন, খেলার দুনিয়ায় আমি অনেক ট্রফি জিতেছি। দেশের নাম উজ্জ্বল করেছি। আজ আমি এমন একটা দলে যোগ দিচ্ছি, যে দল দেশের জন্য ভালো কাজ করছে।’
মোদী-বন্দনাও করেন সাইনা। জানান, প্রধানমন্ত্রীর থেকে তিনি অনুপ্রেরণা পান। সাইনার কথায়, ‘আমি পরিশ্রমী। যাঁরা পরিশ্রমী, তাঁদের আমি অত্যন্ত পছন্দ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মানের। তিনি দেশের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করেন। আমিও দেশের জন্য কিছু করতে চাই।
আজকের বাজার/লুৎফর রহমান