বিজেপির ‘থিম সং’ নিষিদ্ধ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ‘থিম সং’ নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুর ও সঙ্গীতে তৈরি এই গানটি কোথাও বাজানো যাবে না বলেও জানিয়েছে দেওয়া হয়েছে।

ভারতের সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় বসু বলেন, প্রথমত, এই থিম সং-এর আগাম অনুমতিপত্র নেয়া হয়নি। এ বিষয়ে আমরা কমিশনকে অবহিত করেছি। এছাড়া গানটি বিভিন্ন জায়গায় বাজানো বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

গানটির সুর করেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিজেপি’র কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গানটি লিখেছেন অমিত চক্রবর্তী। বিজেপি’র ‘থিম সং’ এ দলটির প্রতীক ‘পদ্মফুল’ ফোঁটার কথা ও তৃণমূল কংগ্রেসকে না বলতে বলা হয়েছে। এ কারণেই গানটি নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন।

এর আগে, গানটি নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।