ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোমবার জগৎপ্রকাশ নড্ডাকে তাদের নতুন সভাপতি নির্বাচিত করেছে। ছয় মাস ধরে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা নড্ডা দলের ১১তম সভাপতি হিসেবে অমিত শাহের স্থলাভিষিক্ত হয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়িসহ দলের অন্যান্য সিনিয়র নেতা এবং বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ভারতের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি বিজেপির দাবি অনুযায়ী ২০১৯ সালে তাদের দলের ১৮ কোটির অধিক সদস্য রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান