বিজেপি সভাপতি হিসেবে আজ অমিত শাহ’র স্থলাভিষিক্ত হচ্ছেন জে পি নাড্ডা। এ উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের।
আজ সকাল সাড়ে দশটায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। দলীয় সূত্র বলছে, আর কেউ মনোনয়ন না চাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন নাড্ডা। বর্তমানে বিজেপির কার্যনির্বাহী সভাপতি তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের প্রচার ও সাংগঠনিক দায়িত্বে ছিলেন নাড্ডা। রাজ্যটির ৮০টি রোকসভা আসনের ৬২টিতেই জয় পায় বিজেপি। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই নিশ্চিত ছিল, সংগঠনের শীর্ষ পদে নাড্ডাকে বাছাইয়ের বিষয়টি।
আজকের বাজার/লুৎফর রহমান