বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা। অমিত শাহের থেকে তাঁর কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য সোমবার নির্বাচন প্রক্রিয়ার সম্পাদন করে বিজেপি।
এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দেন বর্তমানে কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই উপলক্ষে দলের সদর দফতরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে নরেন্দ্র মোদীর দল। সেই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি নাড্ডাকে অভিনন্দন জানানোর পাশাপাশি কর্মীদের উদ্দেশে ভাষণও দেবেন মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিদায়ী বিজেপি সভাপতি অমিত শাহ।
আজকের বাজার/লুৎফর রহমান