ঈদ উপলক্ষে গেলো ১৬ জুন কলকাতায় মুক্তি পেয়েছে দীপা খন্দকারের প্রথম চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এ ছবিতে তিনি অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বোনের চরিত্রে। সাফটা চুক্তির আওতায় চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।
শনিবার ( ৩০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে ডেকো অরোমা অরেঞ্জ বিস্কুটের একটি বিজ্ঞাপনে অংশ নেন নব্বই দশকের নন্দিত টিভি অভিনেত্রী দীপা খন্দকার। বিজ্ঞাপনটিতে তিনি প্রথমবারের মত জুটি বাঁধলেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা জয় শাহরিয়ারের সঙ্গে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব।
দীপা খন্দকার জানান, ‘এখন নাটক নিয়েই কাজ করছি। বিজ্ঞাপনে নিয়মিত আসা হয় না। তবে বিজ্ঞাপনে কাজ করতে বেশ ভালোই লাগে।
জয়ের সাথে বিজ্ঞাপনে প্রথমবার কাজ করেছি। সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আশা করছি এটি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।’
রোববার (১ জুলাই) সকালের ফ্লাইটে পরিবারের সাথে কলকাতায় পৌঁছান দীপা। সেখানে দু’দিন কাটিয়ে আগামী ৩ জুলাই রাতের ফ্লাইটে দেশে ফিরবেন এবং ৪ জুলাই নতুন একটি কাজের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান তিনি।
আজকের বাজার/এসএম