সম্প্রতি ইউটিউব ঘোষণা দিয়েছে এখন থেকে কোনো বিজ্ঞাপন ছাড়াই উপভোগ করা যাবে ইউটিউব ভিডিও। এই সেবাটির নাম দেওয়া হয় ইউটিউব প্রাইম।
যদিও এর আগে ইউটিউব তাদের ভিআইপি সাবস্ক্রিপশন সেবা নিয়ে এসেছিলো যার নাম ছিল ইউটিউব রেড। ইউটিউব রেড ব্যবহারে বিভিন্ন সামাজিক সমস্যা লক্ষ্য করায় এর পরিবর্তে ইউটিউব প্রাইম সেবা চালু কররার ঘোষণা দেয় ইউটিউব।
ইউটিউব রেডের তুলনায় ৩০ শতাংশ কম মূল্যও আদায় করবে ইউটিউব প্রাইমে। ইউটিউব প্রাইমে উপভোগ করা যাবে সব ধরনের ভিডিও, যেমনটা করা যায় সাধারণ ইউটিউবে। ইউটিউব প্রাইম সেবায় লক্ষ্য করা যাবে না কোনো ধরনের বিজ্ঞাপন, তবে তার জন্য প্রতি মাসে আদায় করা হবে ১১.৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মূল্য প্রায় ১০১৫ টাকা।
ইউটিউব প্রাইম সেবায় রয়েছে, ইউটিউব মিউজিকের আলাদা সাবস্ক্রিপশন, যার জন্য গুনতে হবে ৯.৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মূল্য প্রায় ৮৪৫ টাকা। যদিও এই সমস্ত টাকার ৬০ শতাংশ টাকাই দেওয়া হবে ইউটিউব ক্রিয়েটর্সদের। ইউটিউব প্রাইম ও ইউটিউব প্রাইম মিউজিক অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করা যাবে ভিডিও এবং ভিডিও এর পাশাপাশি শোনা যাবে অডিও গানও।
আজকের বাজার/আরআইএস