বিজয়নগরে ৫২ কেজি গাঁজাসহ গাড়ি আটক

Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ৫২ কেজি গাঁজাসহ একটি জিপ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আ. হাশেরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ মাদকবোঝাই গাড়িটি আটক করেন।

বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

আজকের বাজার/একেএ