বিজয়ের মুকুট মাথায় পড়ে রাতে ফিরছে অনূর্ধ্ব-১৫ নারী দল

জয় নিয়ে হংকং থেকে রাতে ঢাকায় ফিরছে জকি কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা।

২৭শে মার্চ জকি কাপ খেলতে হংকং গিয়েছিল ১৫ বছরের কম বয়সী বাংলার নারী ফুটবলাররা।স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে তারা।

চার জাতির ফুটবলে অংশ নেয়া দেশগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে বাংলাদেশ। ২২ ধাপ এগিয়ে মালয়েশিয়া। ৪৪ ধাপ উপরে ইরান আর ৩১ ধাপ এগিয়ে হংকং। তবে, এগিয়ে থাকা তিন দলকেই গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ।

আজকের বাজার/আরজেড