আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের দায়ে তিরস্কৃত করা হয়েছে জোসেফকে তবে এনামুল হক বিজয় ভীষণ ভয়ংকর হয়ে উঠেছিলেন।
৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮ বলেই তুলে ফেলেছিলেন ২৮ রান।
অন্য বোলারদের মতো আলজেরি জোসেফকেও রেহাই দেননি টাইগার ওপেনার। তবে তার একটি ডেলিভারি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান বিজয়, এরপরই হাত নেড়ে অসম্মানজনক এক ভঙ্গিমা করেন জোসেফ। যার জন্য শাস্তিও পেতে হচ্ছে ক্যারিবীয় পেসারকে।
ডিমেরিট পয়েন্টগুলো একত্র হয়ে পরে নিষেধাজ্ঞায় পরিণত হয়।
ঘটনাটি ঘটে বাংলাদেশের রান তাড়ার সময় তৃতীয় ওভারে। মারকুটে বিজয়কে আউট করে ড্রেসিংরুমে ফেরার পথ দেখাতে হাত নেড়ে পাখির উড়ার মত এক ভঙ্গি করেন জোসেফ। বিজয় অবশ্য সেটি এড়িয়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন। শাস্তিটা তাই হয়েছে জোসেফেরই।
ম্যাচের পর ক্যারিবীয় এই পেসার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেয়া শাস্তিও মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।
আজকের বাজার/আরআইএস