“হাজার মানুষের কণ্ঠে, গেয়ে উঠো বিজয়ের গান, আমার সোনার বাংলাদেশ, সবার চাইতে বেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবসে সাইকেল র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে বিজয়ের লাল সবুজ পতাকা সাইক্লিস্টদের হাতে দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, আমিনুল ইসলাম টুব্বুস।
আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সংসদ, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দা মাহমুদা ফেরদৌস, সাবেক এশিয়ান ইয়ুথ কাউন্সিলার চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ সচেতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয় সাইক্লিং সভাপতি মাহমুদ হাসান, বিডি ক্লিকের সহ-সভাপতি দিদার হোসেন পাটয়ারী, পরিষদের সাধাণ সম্পাদ আরিফ আহম্মেদ, আফ্রিদি আশরাফসহ আরও অনেকে।
আজকের বাজার/এমএইচ