বিজয় দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার “হাজার মানুষের কন্ঠে, গেয়ে উঠো বিজয়ের গান ও বিজয় সাইকেল র্যালী” শ্লোগানে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
বিভিন্ন রকম খেলাধুলা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়ে সাইকেল র্যালী ও পুরুস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।
এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিষদের সভপতি আমিনুল ইসলাম টুব্বুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ, আ, ম, স আরিফিন সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব পরিষদের আহবায়ক, সুলতানা আক্তার রুমা, অ্যাডভোকেট নাজনী নাহার, ঢাকা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।
আককের বাজার/এমএইচ