রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর দেড়টার দিকে ভবনের তৃতীয় তলার লাইব্রেরি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ১টা ২০ মিনিটে বিটিভির নিউজরুমের ভবনের তৃতীয় তলার লাইব্রেরিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দেবাশীষ বর্ধন জানান, বিটিভি কম্পাউন্ডের ভেতরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ভবনের নীচ তলায় বেশ কয়েকটি স্টুডিও, প্রশাসনিক কার্যালয়, দোতলায় প্রোগ্রাম ও তৃতীয় তলায় নিউজরুম।
আজকের বাজার/এমএইচ