বিটিসিএল’র ফোনের সঙ্গে মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন

দেশের নানা স্থানে টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড,বিটিসিএল সংযোগের সঙ্গে মোবাইলফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানীর মগবাজারে বিটিসিএলের এএনএস গেটওয়ে এক্সচেঞ্জের কয়েকটি সিগনালিং কার্ডে ত্রুটি দেখা দেয়ায় এ সমস্যা হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে টেলিফোন টু মোবাইলে কথা বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিটিসিএল।

বিটিসিএলের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের গ্রাহকদের সাথে টেলিফোন যোগাযোগ করা যাচ্ছে না। তবে বগুড়া এবং বরিশাল এর গ্রাহকদের সাথে এবং বিটিসিএল থেকে বিটিসিএলের অন্যান্য নম্বরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটি নিরসনে বিটিসিএলের প্রকৌশলীরা কাজ করছে। আজকের মধ্যে সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭