বিডিআর বিদ্রোহ: দণ্ড বিষয়ে একমত বিচারপতিরা

২০০৯ সালে রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের হত্যা মামলায় দণ্ড বিষয়ে তিনজন বিচারপতিই একমত হয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার বেলা দেড়টার দিকে অ্যাটর্নি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় কয়জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, কয়জন আসামির যাবজ্জীবন বহাল থাকবে, কতজন খালাস পাবেন, এসব দণ্ডের ব্যাপারে তিন বিচারপতিই একমত হয়েছেন বলে আদালত জানিয়েছে।

রায় ঘোষণার বিষয়ে দেশের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা জানান, তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করছেন। নেতৃত্ব প্রদানকারী বিচারপতি মো. শওকত হোসেন প্রথমে রায় পড়া শুরু করেন। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী তার পর্যবেক্ষণ পড়তে শুরু করেছেন। দুপুরের পর বেঞ্চের আরেক সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার তার পর্যবেক্ষণ পড়বেন।

পূর্ণাঙ্গ রায় পড়লে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, আজ হয়তো আসামিদের অর্ডার পোরশন দেওয়া হবে। আসামির চূড়ান্ত রায় হবে বলে মনে হয় না। যেসব আসামির দণ্ড বহাল থাকবে বা খালাস পাবেন, কী কারণে দণ্ড বহাল থাকল বা খালাস হলো, তার পর্যবেক্ষণ ও যুক্তি আদালত তুলে ধরবেন। এই রায় মোট কত পৃষ্ঠার, তা পূর্ণাঙ্গ রায় না হলে বলা যাবে না।

এ মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২০১৫ সালে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। গত ১৩ এপ্রিল উভয় পক্ষের শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয় মামলাটি। দীর্ঘ ৩৭০ কার্যদিবস শুনানি হয় হাইকোর্টে। গত ৯ নবেম্বর রায় ঘোষণার জন্য ২৫ নভেম্বর দিন নির্ধারণ করে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। আসামি পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান ও আমিনুল ইসলাম।

আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭