আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামীদের করা আপিলের শুনানী শেষ হয়েছে। শুনানী শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আদালত।
হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে এই মামলায় ১৫২ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীর ডেথ রেফারেন্স ও আরও কয়েক শত আসামীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর ৩৭০ কার্যদিবস শুনানী অনুষ্ঠিত হয়।