বিডি অটোকার্সকে বিএসইসির জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ অটোকার্স লিমিটেডকে (বিডি অটোকা) জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৩০ জুন ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সঠিকভাবে প্রদান না করায় এ জরিমানা করা হয় প্রতিষ্টানটিকে। গত মে মাসের ২১ তারিখে   কোম্পানিটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় নিয়ন্ত্রক সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং ৩ পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। যা আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

ভবিষ্যৎ যাতে এ রকম ভুল আর না হয় তার জন্য সতর্কও করা হয়েছে এই কোম্পানিটিকে।

জাকির