বিডি থাইয়ের রাইট শেয়ারের টাকা খরচের সময় বাড়লো

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ারের টাকা খরচের সময় বাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১০ মে বিএসইসি কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে।

গত ৯ জানুয়ারি কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে কমিশন রাইট শেয়ারের টাকা খরচের সময় সীমা ৩১ ডিসেম্বর ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।

এর আগে কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়।

রাসেল/