পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। যা এর আগের বছর ছিল ১ টাকা ৮ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য।
সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা।
৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মুল্য (এনএভি) হয়েছে ৮ টাকা ৭০ পয়সা।
আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭