বিতন্ডার জেরে ট্রাম্প আকস্মিকভাবেই সমাপ্ত করলেন সংবাদ সম্মেলন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার করোনা ভাইরাস সম্পর্কিত তার সংবাদ সম্মেলন আকস্মিকভাবেই শেষ করেছেন।
এক এশিয়ান-আমেরিকান রিপোর্টারের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ের পর তিনি আচমকা সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।
সিবিএস নিউজের রিপোর্টার ওয়েজিয়া জিয়াং ট্রাম্পকে প্রশ্ন করেন, ভাইরাস পরীক্ষা প্রশ্নে তিনি কেন অব্যাহতভাবে জোর দিয়ে বলে যাচ্ছেন অন্যান্য দেশের তুলনায় আমেরিকা ভালো করছে?
জিয়াং আরো জানতে চান, কেন এই বিশ্ব প্রতিযোগিতা যেখানে এখনও আমেরিকানরা তাদের প্রাণ হারাচ্ছে?
জবাবে ট্রাম্প বলেন, প্রশ্নটি সম্ভবত চীনকে করা উচিত। আমাকে নয়।
উল্লেখ্য, টুইটারে নিজের পরিচিতিতে জিয়াং নিজেকে চীনা বংশোদ্ভূত পশ্চিম ভার্জিনিয়ান হিসেবে উল্লেখ করেছেন।
জিয়াং চানতে চান, বিশেষভাবে আপনি আমাকেই কেন এ কথা বলছেন?
জবাবে ট্রাম্প বলেছেন, এ ধরণের নোংরা প্রশ্ন আমাকে যেই করতো আমি তাকেই এ কথা বলতাম।
এরপর ট্রাম্প অন্য রিপোর্টারের দিকে নজর দিতে উদ্যোগী হন। কিন্তু জিয়াং অনবরত তার জবাব পাওয়ার চেষ্টা করছিলেন।
এরই এক পর্যায়ে ট্রাম্প হঠাৎ সংবাদ সম্মেলন শেষ করে হোয়াইট হাউসের দিকে হাঁটা শুরু করেন।
মিডিয়ার ওপর দারুণভাবে রুষ্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে তার প্রেস ব্রিফিংয়ে প্রায়ই সাংবাদকিদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ছেন।
এদিকে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৩ লাখেরও বেশি লোক। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে এ কথা জানা গেছে। বিশ্বের যে কোন দেশের তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।