‘উস্কানিমূলক’ কর্মকান্ড চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন। ওয়াশিংটনের দু’টি যুদ্ধজাহাজ এ সপ্তাহে বেইজিংয়ের দাবি করা দ্বীপপুঞ্জের জলসীমান্তে প্রবেশ করার পর তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করলো। এতে বিশ্বের ক্ষমতাধর এ দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
মার্কিন নৌবাহিনী বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে’ নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে থাকে। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ান সাগরটি তাদের বলে দাবি করে আসছে।
মার্কিন নৌবাহিনী জানায়, ইউএসএস গাব্রিয়েল জিফোর্ড যুদ্ধজাহাজ বুধবার স্প্রাতলি আইল্যান্ডের মিসচিফ রিপের কাছ দিয়ে এবং ইউএসএস ওয়েনি ই মায়ার বৃহস্পতিবার প্যারাসেল আইল্যান্ডের কাছের জলসীমা অতিক্রম করে।