দক্ষিণ কোরিয়ার একটি হেলিকপ্টার বৃহস্পতিবার রাতে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। জাপানের সাথে বিতর্কিত একটি ছোট দ্বীপ থেকে উড্ডয়নের স্বল্প সময় পর এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাত নাগরিক নিখোঁজ রয়েছে। সিউল কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
দক্ষিণ কোরয়িার জাতীয় দমকল সংস্থার মুখপাত্র এএফপি’কে বলেন, তাদের দেশের কোস্টগার্ড, জাতীয় দমকল সংস্থার সদস্য ও বেসামরিক নৌযান নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় কয়েকটি হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠিয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপের তৈরী।
হেলিকপ্টারটিতে থাকা সাতজনের পাঁচজন উদ্ধার কর্মী, একজন মাছ শিকারি ও অপরজন বেসামরিক নাগরিক ছিল।
উল্লেখ্য, ১৯৪৫ সাল থেকে জাপান সাগর বা পূর্ব সাগরে অবস্থিত ছোট দ্বীপ ডকডো সিউলের নিয়ন্ত্রণে থাকলেও টোকিও দ্বীপটি এখনো তাদের বলে দাবি করে আসছে।