গ্রুপ- ‘জে’র ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টিতে জয় পেল ইতালি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে সিরো ইমোবাইলের গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। তবে ৭২ মিনিটে পেনাল্টি থেকেই সেই গোল শোধ করে ফিনল্যান্ড।
এর ঠিক ন’মিনিট বাদে আন্দ্রে বেলোত্তির গোল লক্ষ্য করে নেওয়া একটি শট বক্সের মধ্যে এক ফিনল্যান্ড ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় ইতালি। স্পটকিক থেকে দলকে জয়সূচক গোল এনে দেন জর্গিনহো।
ম্যাচ জিতলেও ইতালির পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। এই জয়ে গ্রুপ সীর্ষেই রইল আজ্জুরিরা।
আজকের বাজার/লুৎফর রহমান