বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতার আয়োজকদের। বিচারকদের অমত, বিয়ের তথ্য গোপনসহ সকল বিতর্কের অবসান ঘটাতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে জান্নাতুল নাঈম এভ্রিলকে বাতিল ঘোষণা করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করে আয়োজক সংগঠন অন্তর শোবিজ। কিন্তু এতেও মুক্তি নেই বিতর্ক থেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্ক চলছেই। আর এবারের বিতর্কের ইস্যু জেসিয়ার দাঁত।
জান্নাত জান্নাত নামের একজন লিখেছেন, এ কি! কালকে রাতে হঠাৎ লক্ষ্য করলাম জেসিয়ার একপাশের দাঁত বাঁকা-কোদাল, হরর মুভির ভুতের মত।আসলে কেউ-ই পুরোপুরিভাবে সুন্দর নয়..।
নাহিদ তাহসান লিখেছেন, আমার এক বন্ধু বলতেছে জেসিয়ার চেয়ে এভ্রিল ভালো,,জেসিয়ার দাঁত ও তার হাসি নাকি বুড়ো মানুষদের মত। এভ্রিল এর চাইতে হাজার গুন ভালো
মিথ্যাচার করলেও। যাওয়ার রাস্তা নাই সবজায়গায় ভুল ধরবে ।
নাসির উদ্দিন শাকিল এমজেএস লিখেছেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়ার দাঁত আর চেহারা দেখে আমি ইন্সপায়ার্ড। ছেলেদের মি.ওয়ার্ল্ড বাংলাদেশ কম্পিটিশন হইলে আমিই হতাম চ্যাম্পিয়ন। তাছাড়া আমি তো কুমারত্ব হারাইনি তাই বাদ পড়ার সম্ভাবনা নাই। স্ট্যাটাসের নিচে হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, বিশ্রী_চেহারা_ফ্যাক্ট/ হাহা রিয়েক্ট দিবেন না পিলিগ
ফেরারি অমিত নামের একজন জেসিয়া ইসলামের ছবি দিয়ে লিখেছেন, প্রহসন … প্রহসন … প্রহসন …/ হা হা হা…/এইডা নাকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় …./ এত চমৎকার ভাবে কাতুকুতু দেবার জন্য ধন্যবাদ আয়োজক ও কর্তৃপক্ষকে…/ এর থেকে
একটি রহিঙ্গা মেয়ে ধরে পাঠালেও ভালো হতো।
তবে কেউ কেউ এ বিতর্কের সমালোচনা করেও পোস্ট দিয়েছেন। জোবায়ের আহমেদ লিখে
ছেন, মাথায় আমাদের কত শত চিন্তা। এভ্রিল ক্যান বিয়াইত্তা, জেসিয়ার ক্যান দাঁত উচা? এ্যানির ক্যান ছোট। ঘুম ক্যান আহেনা, সিগনেচার ক্যান মেলেনা?
অমিত দত্ত লিখেছেন, ভালো মন্দ সব ক্ষেত্রেই বিতর্ক যেন করতেই হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন সমালোচনার উঠোন।
এভাবেই চলছে বিতর্ক। তবে সব বিতর্ক ছাড়িয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় জেসিয়া ভালো করুক সে প্রত্যাশা সবারই। শুভকামনা জেসিয়ার জন্য
আজকের বাজার: আরআর/০৫ অক্টোবর ২০১৭