সদ্য বিদায়ী চার টেকনোক্র্যাট মন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরগুলো পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার, ১১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী তার ওপর অর্পিত ক্ষমতাবলে দপ্তরগুলো পুনর্বণ্টন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খন্দকার মোশাররফ হোসেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আ ক ম মোজাম্মেল হককে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ