বিদায়ী বছরে কমেছে বৈদেশিক বিনিয়োগ

সদ্য বিদায়ী বছরে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমান কম ছিল । ২০১৮ সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় ১৬ দশমিক ১৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, ২০১৮ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ৯ হাজার ৫৮৫ কোটি ৬১ লাখ টাকা যা মোট লেনদেনের ৬.৩২ শতাংশ। যেখানে ২০১৭ সালে বৈদেশিক লেনদেনের পরিমাণ ছিল ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা । পুরো বছরজুড়ে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার কিনেছে ৪ হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকার বিক্রি করেছে ৫ হাজার ৮৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। যেখানে ২০১৭ সালে ক্রয় করে ৬ হাজার ৫৭৬ কোটি ২৯ লাখ টাকার মেয়ার এবং বিক্রয় করে ৪ হাজার ৮৭১ কোটি ৩৪ লাখ টাকার।

 

আজকের বাজার/মিথিলা