বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন (বিপ্পা)-এর বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ খান তার নেতৃত্বকালীন টানা দুই মেয়াদে (ধারাবাহিকভাবে ৪ বছর) উল্লেখযোগ্য তিনটি অর্জন আলোকপাত করেন। বাংলাদেশ সরকারের কাছে থেকে প্রাপ্ত সহযোগিতাসমূহ ছিলো বাংলাদেশের সকল স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি (আইপিপি) প্রতিষ্ঠানসমূহের বাধ্যতামূলক বিপ্পা’র সদস্যপদ, বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠানসমূহের লভ্যাংশ আয়ের উপর বিভিন্ন স্তরের অর্পিত করসমূহ প্রত্যাহার, এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমদানিকৃত যন্ত্রপাতি ও বিদ্যুৎ সংশ্লিষ্ট উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম কর প্রদান থেকে অব্যহতি।
এই সকল পদক্ষেপ বাংলাদেশের স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি (আইপিপি) প্রতিষ্ঠানসমূহের আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করেছে। এই চতুর্থ বার্ষিক সাধারণ সভায় ৩৬টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।