বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে ইউসিবি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস আলম কোল্ড রোল্ড স্টিল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কুইন সাউথ টেক্সটাইল, আজিজ পাইপস, রুপালী ব্যাংক, রংপুর ডায়ারি, ফার্মা এইডস লিমিটেড।