বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তাদের মধ্যে প্রথমেই রয়েছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৫৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৫.৬০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্ট্রাইল ক্রাফট, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিগাছি ফুটওয়্যার, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
রাসেল/