বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৮৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইলে ১৯ দশমিক ৪৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ১৮ দশমিক ৪৬ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানিতে ১৮ দশমিক ১১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১৭ দশমিক ৫৩ শতাংশ, আইসিবিতে ১৭ দশমিক ১৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজে ১৫ দশমিক ১৪ শতাংশ এবং যমুনা ব্যাংকে ১৩ দশমিক ৬৬ শতাংশ দর বেড়েছে।
আরএম/