বিদায়ী সপ্তাহে ডিএসইতে গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে সব কোম্পানি গেইনারের শীর্ষে উঠে এসেছে তার মধ্যে প্রথমেই রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এ সময়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৩০ দশমিক ৪৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৩ কোটি ২৬ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৬ কোটি ২৯ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৬৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড়ে ৫৭ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ৮৩ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেনস, বিবিএস কেবলস, প্যাসেফিক ডেনিমস, ইউনাইটেড পাওয়ার এবং এইচআর টেক্সটাইল লিমিটেড।

আরএম/