বিদায়ী সপ্তাহে উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক বেড়েছে। তবে অপর দুই সূচক কমেছে। আর টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৯৫২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ২০১ টাকা বা ০.২৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪২৯ কোটি ০১ লাখ ৯৭ হাজার ৭৫১ টাকার।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.২৪ পয়েন্ট বা ১.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৯০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫ ও ১৮৯৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।