বিদায়ী সপ্তাহে ডিএসই এর ব্লক মার্কেটে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এই সময় মোট ৭২ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। হয়েছে। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ২৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের।
এছাড়া উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজের ৩০ লাখ ৮০ হাজার টাকার, বিবিএস কেবলসের ১ কোটি ৫০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ১৩ লাখ টাকার, ইনটেকের ২৪ লাখ ১০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার, এসিআইয়ের ৪৪ লাখ ৭০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৭০ হাজার টাকার, এপেক্স ট্যানারির ১ কোটি ৩৬ লাখ টাকার, বে লিজিংয়ের ৩ কোটি ৮৭ লাখ টাকার, শাশা ডেনিমসের ৫৭ লাখ ৭০ হাজার টাকার, সুহৃদের ১ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার, সিমটেক্সের ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ৫০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১ কোটি ১৭ লাখ টাকার, তিতাস গ্যাসের ৪০ লাখ ৭০ হাজার টাকার।