বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যেসব কোম্পানি লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৬ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দুলা মিয়া কটন স্পিনিংস মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৭৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল আরাফাহ ব্যাংক, উত্তরা ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আরএম/