বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ দশমিক ০১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৪৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৪০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে  ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি টাকা।

টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), ব্র্যাক ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, ইনট্রাকো রিফিউলিন স্টেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লিগাছি ফুটওয়্যার  এবং  মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরএম/