বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৬.৫৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন প্রায় ৫ কোটি ৮০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বর ১০.৮৩ শতাংশ, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১০.৭ শতাংশ, নর্দার্ণ জুট ৯.৯৩ শতাংশ, ফারইস্ট ফিন্যান্স ৮.৭৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৮.০৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৭.৮৪ শতাংশ ও ফাইন ফুডসের ৭.৬৭ শতাংশ দর কমেছে।
আরএম/