বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। সেনানিবাসে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তরের পর তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৫ জুন) সকালে ঢাকা সেনানিবাসে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
এরআগে, তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
আরজেড/