শেষ পর্যন্ত গুজবই সত্যি হলো। টেস্ট অধিনায়কের পদ ছাড়তে হলো মুশফিকুর রহিমকে। টেস্ট দলের নতুন দলপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার সহকারী হচ্ছেন আরেক অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহদুম সুজন।
গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই সাকিবকে সংক্ষিপ্ত ভার্সনের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। এবার তাকে দেয়া হলো টেস্ট ফরম্যাটের দায়িত্বও। তিন অধিনায়কের অবস্থান থেকে দুই অধিনায়কে নেমে এলো বাংলাদেশ।
২০১১ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় দলের অধিনায়ক হিসেবে উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নাম ঘোষণা করে বিসিবি। ওই মাসের শুরুতেই অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মুশফিকুর তার জায়গাতেই দায়িত্ব নেন।
২০১১ সালে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার সেই দায়িত্ব এখনও বহাল রয়েছে।
আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭