বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক বীমার আওতায় আনার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি) ও জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের সভাকক্ষে উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পাইলটিং প্রজেক্ট হিসেবে এক বছরের জন্য জেবিসি’র সাথে এ চুক্তি করা হয়েছে। এক বছর পর পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুক্তি অনুযায়ি বিদেশগামী কর্মিদের বীমাকারী হিসেবে দায়িত্বে থাকছে জেবিসি। তবে কর্মির পক্ষে সার্বিক বিষয় তদারকির দায়িত্ব পালন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।