আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারাই নালিশকরে।
তিনি বলেন, জনগণের কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি, যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপি নালিশটা দেশের লোকের কাছে করে না। বিদেশিদের কাছে করে। যা তাদের দেউলিয়াত্বের প্রমাণ।
বুধবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে কোন সাড়া না পেয়ে তারা সব সময় বিদেশিদের কাছে ধরনা দেয় বিএনপি। এটা নতুন কিছু নয়, বিদেশিদের কাছে নালিশ দেওয়া তাদের পুরানো অভ্যাস।
আজকের বাজার/এমএইচ