সিটি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে কমিশনের সাথে কথা হয়েছে। পরিবেশ পুরোপুরি ইসির নিয়ন্ত্রণে।
তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষরা যেনো আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলে সে বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। এছাড়া, বহিরাগত বা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে কমিশনে।
এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর।
আজকের বাজার/লুৎফর রহমান