দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নভেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ১ হাজার ২৫৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করেছে। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে চলতি বছরের মার্চে ডিএসইতে বিদেশীরা সর্বোচ্চ লেনদেন করেছিল। ওই মাসে বিদেশীরা ১ হাজার ৯২ কোটি ১৯ লাখ টাকার লেনদেন করেছিল। এরও আগে একই বছরের জানুয়ারিতে বিদেশিরা ১ হাজার ৩৬ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন করেছিল। ফলে এক বছরে তিনবার বিদেশিদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হলো।
নভেম্বরে বিদেশী বিনিয়োগকারীরা বিক্রি থেকে শেয়ার ক্রয় বেশি করেছে। নভেম্বরে বিদেশিরা শেয়ার ক্রয় করেছে ৬৩৬ কোটি ১৯ লাখ টাকার। এর বিপরীতে বিক্রি করেছে ৬১৭ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ বিক্রি থেকে ক্রয় বেশি হয়েছে ১৮ কোটি ৯৫ লাখ টাকা।
বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে বিদেশিরা ৬১১ কোটি ২৫ লাখ টাকার ক্রয়ের বিপরীতে বিক্রয় করে ৪২৫ কোটি ১১ লাখ টাকার, ফেব্রুয়ারিতে ৪৩৫ কোটি টাকা ক্রয়ের বিপরীতে বিক্রয় করে ১৯৭ কোটি ২১ লাখ টাকা, মার্চে ৭১১ কোটি ৯ লাখ টাকার ক্রয়ের বিপরীতে বিক্রি করে ৩৮১ কোটি ৯ লাখ টাকার, এপ্রিলে ৪৬৮ কোটি ৮০ লাখ টাকার ক্রয়ের বিপরীতে বিক্রি করে ৩৯৮ কোটি ৭৮ লাখ টাকা, মে মাসে ৫২৫ কোটি ৩৩ লাখ টাকার ক্রয়ের বিপরীতে বিক্রি করে ৩৭১ কোটি ৬১ লাখ টাকার, জুনে ৭৩১ কোটি ৪৭ লাখ টাকা ক্রয়ের বিপরীতে বিক্রি ৩৪১ কোটি ১৫ লাখ টাকার, জুলাইয়ে ৬২৫ কোটি ৭ লাখ টাকার বিপরীতে বিক্রি ৪২৪ কোটি ৭১ লাখ টাকার, আগস্টে ৪৩২ কোটি টাকার ক্রয়ের বিপরীতে বিক্রি ৪০০ কোটি ৫১ লাখ টাকার, সেপ্টেম্বরে ৫৬০ কোটি ৫০ লাখ টাকা ক্রয়ের বিপরীতে বিদেশিরা বিক্রি করে ৩৮৬ কোটি ৫ লাখ টাকা।
আজকের বাজার: এলকে/ ১৩ ডিসেম্বর ২০১৭