রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ শুক্রবার বলেছেন, ইউক্রেন কর্তৃপক্ষ বিশ্বের ১৮ টি দেশের ৭৬ টি জাহাজ দেশটির বিভিন্ন বন্দর থেকে ছেড়ে যাওয়া বন্ধ রেখেছে। খবর তাস’র।
মিজিন্তসেভ বলেন, ‘১৮ টি দেশের মোট ৭৬ টি জাহাজ ইউক্রেন বন্দরে আটকা পড়া অবস্থায় রয়েছে। হামলা ও উচ্চ ঝুঁকিপূর্ণ মাইন বিস্ফোরণের হুমকি থাকায় এসব জাহাজ গভীর সমুদ্রে নেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে। কিয়েভ সরকার তাদের অভ্যন্তরীণ জলসীমায় ও ভূখ-গত সমুদ্রসীমায় এমন হুমকি সৃষ্টি করে রেখেছে।’ তিনি ইউক্রেনে রাশিয়ান জয়েন্ট কো-অর্ডিনেশন হেডকোয়ার্টার্স ফর হিউম্যানিটারিয়ান রেজপঞ্জেরও প্রধান।
তিনি জোর দিয়ে বলেন, কিয়েভ সরকার এসব জাহাজ নিরাপদে যেতে দেয়ার বিষয়ে বিদেশি রাষ্ট্র ও জাহাজ মালিকদের সাথে আলোচনার কৌশল অব্যাহত রেখেছে। রাশিয়ার ওই কর্মকর্তা আরো বলেন, ইউক্রেন প্রতিনিধি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার কাঠামোর আওতায় এ বিষয়ে আলোচনা করতে অস্বীকার করে।
তিনি ইউক্রেনের মাইনের ঝুঁকির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সতর্ক করে দেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান