কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাস্তবমুখী কার্যক্রম গ্রহণ করতে হবে। বিদেশে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য কর্মকর্তা পাঠানোর আগে সেখানকার সিলেবাসে কি কি বিষয় আছে এবং দেশের জন্য কোনগুলো উপযোগি তা বিবেচনায় রাখতে হবে।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক (আগস্ট) এডিপি সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু পিএইচডি অর্জনই শেষ কথা নয়, অর্জনের পরে দেশের জন্য কিভাবে সেবা দেবেন, সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় তা আপনাকেই করতে হবে।
উচ্চতর ডিগ্রী অর্জনের পাশাপাশি যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে কার্যকরী যোগাযোগ। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য যোগাযোগ দক্ষতা জরুরি।
সভা সঞ্চালনা করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের বাজার/এমএইচ