প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ থেকে দেশে ফেরত আসা একজন নাগরিকও গুরুত্বপূর্ণ।
অনেকের কাছে এটি নগণ্য মনে হলেও বাংলাদেশ সরকার এব্যাপারে আন্তরিক এ কথা উল্লেখ করে তিনি বলেন,‘আমাদের একজন নাগরিকও যদি বিদেশ থেকে ফেরত আসেন তাও গুরুত্বপূর্ণ। তাদের জন্য যা যা করা দরকার তার সবই করা হবে।’প্রবাসী কল্যাণ মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ইমরান আহমদ বলেন, বর্তমানে বিদেশে অদক্ষ শ্রমিকের বাজার ছোট হয়ে আসছে। আর দক্ষ ও কর্মঠ শ্রমিকের বাজার সম্প্রসারিত হচ্ছে। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বেই দক্ষ জনশক্তির বাজার রয়েছে। তিনি বলেন,সঠিক প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে কোন সমস্যায় পড়তে হবে না। নিজেরা আয় করার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখাও সম্ভব হবে। এসময় মন্ত্রী প্রবাসীদের কল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।
ইমরান আহমদ বিদেশ যাওয়ার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, বিদেশে যাওয়ার জন্য সরাকরী নীতিমালা অনুসরণ করে বৈধ পথে গেলে কোন রকমের ভোগান্তিতে পড়তে হবে না। দালালের মাধ্যমে বেশি টাকা খরচ করে অবৈধ পথে বিদেশে গেলে বিপদে পড়তে হয়।
তিনি দালালদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা কামনা করেন।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে নারীদের নির্যাতিত হয়ে ফেরত আসার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘যারা ফেরত আসতে চায় তাদেরকে দ্রুত ফেরত পাঠাতে আমাদের দূতাবাসকে নির্দেশ দেয়া হয়েছে।’সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সঞ্চালনায় এ প্রেসব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানসহ সিলেট জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান