বিদেশ ফেরত আরও ৭ জন চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিদেশ ফেরত আরও সাতজনকে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য বাসায় পৃথক থাকা) রাখা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, এদের মধ্যে দুজন চট্টগ্রাম মহানগরী ও পাঁচজন মীরসরাই উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীতে আরও দুজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে পাঠানোদের অবশ্যই কমপক্ষে ১৪ দিন সেখানে থাকতে হবে। এদিকে মীরসরাই উপজেলায় ইতালি ফেরত পাঁচ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপজেলাতে ইতালি থেকে আসা পাঁচজন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদেরকে আগামী ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। শরীরে জ্বর বা কাশি দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষকে খবর দেয়ার জন্য বলা হয়েছে।’

জানা যায়, মীরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থাকা পাঁচজন ইতালি থেকে এসেছেন। গত ৪ মার্চ আসা দুজন আছেন মীরসরাই পৌরসভার একটি ভাড়া বাসায়, গত ১১ মার্চ আসা একজন মীরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় একটি ভাড়া বাসায়, গত ১৫ মার্চ আসা একজন হাইতকান্দি ইউনিয়নে ও বারইয়ারহাট পৌরসভায় একজন একটি ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার সরকারি সিদ্ধান্তের পর চট্টগ্রামে জেনারেল হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালকে নির্ধারিত করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এ খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, দেশে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। যাদের মধ্যে বেশিরভাগই ইউরোপের করোনা সংক্রমিত হওয়া বিভিন্ন দেশ থেকে এসেছেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার