বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
জানা গেছে, নেপাল, কানাডা ও যুক্তরাষ্ট্রে দাবাং টু’র জন্যে দেশের বাহিরে যাওয়ার অনুমতি চেয়ে কোর্টে আপিল করেন সালমানের আইনজীবি। পরে যোধপুরের নিম্ন আদালত মাত্র ১ মাসের জন্যে তাকে দেশের বাহিরে যাওয়ার অনুমতি প্রদান করেন । আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এ অনুমতি বহাল থাকবে।
সপ্তাহ খানেক আগে জেলে যেতে হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানকে। আলোচিত কৃষ্ণ হরিন হত্যা মামলায় দুই দিনের কারাবাসের পর জামিনে বের হয়ে আসেন তিনি। জামিন পেলেও দেশের বাহিরে ভ্রমনে নিষেধাজ্ঞা ছিলো সালমানের জন্যে। অবশেষে সেই অনুমতি মিললো এ তারকার।
উল্লেখ্য, এর আগে রাজস্থানে ১৯৯৮ সালে শুটিং এর সময় বিলুপ্ত প্রায় কৃষ্ণ হরিণ হত্যার দায়ে আদালতের রায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয় সালমানকে। পরবর্তীতে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে জামিন গ্রহণ করেন এই সুপারস্টার।
একেএ/