বিদেশে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে এই চিঠি পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।’
সূত্র জানায়, ৫ অক্টোবর গুলশান-২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী। প্রক্রিয়া শেষে সেদিনই পারিবারিক ভ্রমণের জন্য ওই ভিসা দেয়া হয়, যার মেয়াদ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।
এক মাস অবকাশকালীন ছুটি শেষে গত ৩ অক্টোবর সর্বোচ্চ আদালত খোলে। এর এক দিন আগে ২ অক্টোবর শারীরিক অসুস্থতার জন্য প্রধান বিচারপতি এক মাসের ছুটি নেন বলে জানান আইনমন্ত্রী। ছুটিতে যাওয়ার দুই দিন পর ৫ অক্টোবর দুপুরে প্রধান বিচারপতি ভিসার আবেদনের জন্য অস্ট্রেলিয়ার দূতাবাসে যান। সেদিনই সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে যান কালিপূজা দিতে।
২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতির আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।
আজকের বাজার:এলকে/এলকে ১০ অক্টোবর ২০১৭